চীনের ২ শতাধিক জলযান প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে ফিলিপাইনের সমুদ্রসীমায় ।এ খবর দিয়েছে রয়টার্স। চীনকে আহ্বান জানিয়ে ফিলিপাইন জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের ফিলিপাইনের অংশে চীনের ২২০টি নৌযান প্রবেশ করেছে যা সমুদ্রের ওই অঞ্চলে থাকা ফিলিপাইনের অধিকারের ¯পষ্ট লঙ্ঘন।
ধারণা করা হচ্ছে, এই নৌযানগুলো চীনের নৌবাহিনীর সদস্যদের। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা বলেন, আমরা চীনের প্রতি এ ধরণের আগ্রাসন থামাতে এবং তাৎক্ষনিকভাবে তাদের জলযান ফেরত নেয়ার আহ্বান জানিয়েছি। এগুলো আমাদের অধিকার হরণ করছে এবং আমাদের সার্বভৌমত্বের ওপর সু¯পষ্ট আঘাত হেনেছে।
এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী টিওডোরো লকসিন বলেন, তিনি এ নিয়ে চীনের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানাবেন। তবে এর আগে জেনারেলদের সম্মতি চান তিনি। ফিলিপাইনের একাধিক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, এগুলো মাছ ধরা নৌকা মনে হলেও এরমধ্যে চীনের সামরিক বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা রয়েছেন।
তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন। ম্যানিলায় থাকা চীন দূতাবাসও এ নিয়ে চুপ রয়েছে।
