তারানা হালিম প্রতিমন্ত্রী ডাক ও  টেলিযোগাযোগ  জানিয়েছেন, ২০০০ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সাড়ে ১৬ বছরে  মোবাইল  কোম্পানিগুলো  থেকে ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে  মোবাইল  কোম্পানিগুলোর কাছ থেকে এক হাজার ৮২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। রোববার টেবিলে উত্থাপিত নুরুন্নবী  চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড.  শরীন শারমিন  চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়। তারানা হালিম জানান, সাড়ে ১৬ বছরে আদায় হওয়া  মোট ২৪ হাজার ৫৯৬  কোটি ৪১ লাখ টাকার মধ্যে গ্রামীণ  ফোন   থেকে এসেছে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা। বাংলালিংক  থেকে ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা, এয়ারটেল  থেকে এক হাজার ৫৯৫  কোটি ৬৯ লাখ টাকা, টেলিটক  থেকে ৪৬০  কোটি ৯৮ লাখ টাকা এবং সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। হোসনে আরা লুৎফা ডালিয়ার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আধুনিক  টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল  ফোন ও ইন্টারনেট  সেবা বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষ এবং সরকারের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে বর্তমানে  দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠি এবং ৯৭ শতাংশ  ভৌগলিক এলাকায়  মোবাইল  ফোনের নেটওয়ার্ক বিস্তার লাভ করেছে। বর্তমানে  দেশে ১২  কোটি ৮৩ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক রয়েছে। যা মোট জনসংখ্যার ৮০ শতাংশ। পার্বত্য অঞ্চল এবং দ্বীপসহ  দেশের  যেসব এলাকায়  মোবাইল নেটওয়ার্ক বিদ্যমান নেই সেখানে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনের অপারেটরদের টাওয়ার শেয়ার করে নেটওয়ার্ক বিস্তারের নির্দেশনা প্রদান করা হয়েছে। শীঘ্রই সকল ইউনিয়ন মোবাইল  নেটওয়ার্কের আওতায় আনা সম্ভবপর হবে বলে জানান তিনি। এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জানুয়ারি ২০১৭ পর্যন্ত  দেশে সক্রিয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ। জনগণের দোরগড়ায় সূলভমূল্যে ইন্টারনেট সেবা  পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপের ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ এর মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস  পেয়েছে। ইন্টারনেটের মূল্য ১৮ হাজার টাকা হতে ৬ ধাপে প্রায় ৯৫ শতাংশ কমিয়ে প্রতি মেগাবাইট মাসিক চার্জ সর্বোচ্চ ৯৬০ টাকা এবং ন্যূনতম ৩৬০ টাকা ধার্য করা হয়েছে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, বাংলাদেশ ডাক বিভাগের  মোট পোস্ট অফিসের সংখ্যা ৯ হাজার ৮৮৬টি। ২০১০ সাল হতে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে আয় হয়েছে এক হাজার ৪৪৫ কোটি ৫৮ লাখ টাকা এবং ব্যয় হয়েছে দুই হাজার ৮৩২ কোটি ৫৬ লাখ টাকা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031