চীনের হুয়াওয়ে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সমৃদ্ধ একটি ফোন আনছে। হনর সিরিজের এই ফোনটির মডেল হনর নোট টেন। সম্প্রতি নোট টেনের তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে, নোট টেনে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে।
হুয়াওয়ের এই ফ্লাগশিপ ডিভাইসটিতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর হাইসিলিকন কিরিন ৯৭০ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হচ্ছে।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে এআই-এনাবল ক্যামেরা সংযোজন করা হয়েছে। এর রিয়ারে থাকছে ২৪ এবং ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় প্রোট্রেট মোড রয়েছে।
৮ জিবি র্যামের এই নোটে ১২৮ জিবি রম আছে। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাকআপের জন্য আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। শিগগিরই হনর নোট টেন বাজারে পাওয়া যাবে।
