শুল্ক গোয়েন্দা বিভাগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২৫১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার ভোরে এগুলো জব্দ করে। উদ্ধারকৃত সিগারের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মোঃ লিয়াকত আলী নামের এক যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্সের এই ফ্লাইটে ভোর ৫:৩০ টায় ঢাকায় পৌঁছান। শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে যাত্রী কাস্টমস হলের ৩নং বেল্টের কাছে সিগারেটগুলো ফেলে রেখে যান। পরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো জব্দ করা হয়। লাগেজের ট্যাগে লিয়াকত আলীর নাম লেখা ছিল।
জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
