৪১তম বিসিএস পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে সরকারি চাকরিতে নিয়োগে । প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের ‍সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে বলা হয়, বিভিন্ন ক্যাডারের ২ হাজার ৫৩৬টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সাময়িকভাবে সুপারিশ করা হলো।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

মহামারীর মধ্যে ২০২১ সালের ১৯ মার্চ আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হয় তাতে অংশ নিতে আবেদন করেছিলেন পৌনে ৫ লাখ প্রার্থী।

গত বছরের ১ আগস্ট ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

পরে ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়।

পেশাগত বা কারিগরি ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

ফল জানার জন্য

৪১তম বিসিএস-এর ফল পিএসসি’র http://www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটকের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 41 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতে এসএমএসে ফল জানা যাবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031