২৯৮ জনের সেপ্টেম্বরেই সড়কে প্রাণ গেছে। আর আহত হয়েছে ৮১০ জন।

এসব তথ্য মিলেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে।

এনসিপিএসআরআর এই জরিপে দেখা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে ১৯৯টি সড়ক দুর্ঘটনায় ৩৫ নারী ও ৪৫ জন শিশুসহ মোট ২৯৮ জন নিহত ও ৮১০ জন আহত হয়েছেন। রাজধানী সারা দেশে সড়ক, মহাসড়ক, জাতীয় সড়ক ও আঞ্চলিক সড়কে প্রাণঘাতী এসব দুর্ঘটনা ঘটে বলে বলা হয়। ২০টি জাতীয় দৈনিক, আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থা এবং ১০টি আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয় বলে সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে জানিয়েছেন।
বুধবার এনসিপিএসআরআরের প্রতিবেদনে বলা হয়, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২,৩৭৬ জন নিহত হয়েছেন। এ সময়ে ২,১৭৯টি দুর্ঘটনা সংঘটিত হয়; যাতে আহত হয়েছেন কমপক্ষে আরো ৬,৩৪১ জন। এ নিয়ে চলতি বছরের ৯ মাসে ২,৩৭৮টি সড়ক দুর্ঘটনায় মোট ২,৬৭৪ জনের প্রাণহানি ঘটে। আর আহত হন ৭,১৫১ জন।

প্রাপ্ত তথ্য মতে, সেপ্টেম্বরে সংঘটিত দুর্ঘটনায় সব চেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ১৬ তারিখ ২৩ জনের। এছাড়া ১০ সেপ্টেম্বর ২২ জন, ১৭ সেপ্টেম্বর ২১ জন, ১৯ সেপ্টেম্বর ১৬ জন, ৩০ সেপ্টেম্বর ১৪ জন ও ৭ সেপ্টেম্বর ১৩ জনের প্রাণহানি ঘটে।

এনসিপিএসআরআরের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে দুর্ঘটনার জন্য প্রধান সাতটি কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে- বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারলোডিং ও ওভারটেকিংকালে নিয়ম ভঙ্গ, দীর্ঘক্ষণ বিরামহীনভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ এবং ঝুঁকিপূর্ণ বাঁক ও সড়কের বেহাল দশা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031