আগামী ২ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে শত বছরের পুরনো কেন্দ্রীয় কারাগার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে । দর্শনার্থীরা প্রাচীন এই কারাগার ঘুরে দেখার সুযোগ পাবেন ৫ নভেম্বর পর্যন্ত। আগামীকাল শুক্রবার সকালে এ উপলক্ষে নাজিমউদ্দীন রোডের পুরোনো কারাগারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজন) কর্নেল ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ২ থেকে ৫ নভেম্বর সবার জন্য পুরনো কারাগার উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে বন্দি অবস্থায় কারাগারের ভেতরে হত্যা করা হয়। প্রতি বছর ৩ নভেম্বরকে ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।
কর্নেল ইকবাল হাসান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ জীবন কেটেছে এই কারাগারে। তার ও চার জাতীয় নেতার রাজনৈতিক স্মৃতিবিজড়িত ১০০টি ছবি নিয়ে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী ও কারাগারে অভ্যন্তরে অবস্থিত দুটি স্মৃতি জাদুঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা। কারাগার অভ্যন্তরে প্রবেশের জন্য ১০০ টাকার টিকেটের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুরনো কারাগারকে বিনোদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। বিনোদন কেন্দ্র তৈরির পাশাপাশি কারা অভ্যন্তরের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করবে কারা কর্তৃপক্ষ। বিনোদনের জন্য পার্ক, জাদুঘর, উন্মুক্ত নাট্যমঞ্চসহ থাকবে নানা আয়োজন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031