ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলী উপজেলায় ফ্রেশওয়ে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নামের একটি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ।

আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

এসময় অভিযানে বিএসটিআই-এর ইন্সপেক্টর সজীব চৌধুরী, ফিল্ড অফিসার নুরে আলম ফিরোজ, সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি পিযূষ কুমার চৌধুরী বলেন, “ফ্রেশওয়ে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তৈরি খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এছাড়া বিএসটিআই লাইসেন্স না থাকা এবং বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদন করার প্রমাণও পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।”

এছাড়াও চরপাথরঘাটা এলাকার গরুর মাংসের দোকানে ওজনে কারচুপির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031