২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে টেকনাফে লবণ মাঠ থেকে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে জিন্না খাল সংলগ্ন বেড়িবাঁধের পূর্বপাশের লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি-২ এর অধিনায়ক মো. আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফে জিন্না খাল সংলগ্ন বেড়িবাঁধের পূর্বপাশের লবণ মাঠে ইয়াবা মজুদ করা হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি । পরে অভিযান চালিয়ে লবণ মাঠ থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে আবুজার আল জাহিদ জানান।
