মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই অঞ্চলটিতে ব্যাপক সহিংসতা চলে থাকে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের এক গোপন গণকবর থেকে ৩২টি মৃতদেহ ও ৯টি মানুষের মাথা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ৩১টি পুরুষের ও একটি মৃতদেহ নারীর। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়ীন। বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য গুয়েরেরোর জিটলালা শহরের পাহাড়ি অঞ্চলে ওই গোপন গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই অঞ্চলে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিতই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, এই গণকবরের সন্ধান পাওয়ার ঘটনাটি ভয়ানক। এই অঞ্চলে আরো কোনো গণকবর রয়েছে কি না, তা নিয়ে সন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি। খবরে বলা হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পোচাহুইক্সকো গ্রামের আশেপাশের ১৭টি জায়গা থেকে মৃতদেহ ও মাথাগুলো উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাত্তা মুখপাত্র রবার্টো আলভারেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, অপহরণের শিকার এক ব্যক্তিকে অজ্ঞাত একটি সূত্রের অনুসরণ করতে গিয়েই সন্ধান মিলেছে এই গণকবরের। এই ঘটনায় পরে অপহরণের শিকার এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। এএফপি আরো জানিয়েছে, উদ্ধার হওয়া মাথাগুলোর মধ্যে চারটি পাওয়া গেছে ‘একটি কুলারের মধ্যে’। গুয়েরেরো রাজ্যে সহিংস অপরাধের মাত্রা অনেক বেশি। এ ছাড়া আফিম উৎপাদনের জন্যও এটি উর্বর একটি ক্ষেত্র। এ বছরের প্রথম দশ মাসেই প্রায় ১৮শ মানুষ এ ধরনের সহিংস অপরাধের শিকার হয়েছে। একই এলাকার টিক্সটলা নামের আরেক শহরের অধিবাসীরা এ সপ্তাহের শুরুতেই শিরচ্ছেদ করা নয়টি মাথা উদ্ধার করে। তদন্তকারীরা এখন মিলিয়ে দেখার চেষ্টা করছেন যে এই মাথাগুলো পোচাহুইক্সকোতে প্রাপ্ত মৃতদেহগুলোরই কি না। বাকি দেহগুলোকে শনাক্ত করার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031