পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক চলতি সপ্তাহেই ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ৩৮তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিও আগামী নভেম্বরের শেষ দিকে হতে পারে। তাঁরা ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলের কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছেন জানিয়ে পিএসসির চেয়ারম্যান জানান, এই সপ্তাহের মধ্যেই ফলাফল দিতে পারব। এই ফলাফলের মাধ্যমে মৌখিক পরীক্ষার অংশ নেয়া পরীক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হবে চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা।
৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।
