‘মেয়র শিক্ষা পদক’ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫ ও ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাওয়া তিন হাজার ৭৮৬ জন কৃতি শিক্ষার্থীকে।

শনিবার দুপুরে ও বিকালে নগর ভবন গ্রিন প্লাজায় পৃথক অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের পদক ও সংবর্ধনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন যে ভিশন নিয়ে মিশন শুরু করেছে তারই অংশ হিসেবে বর্তমান পরিষদ প্রাথমিক শিক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে ‘মেয়র শিক্ষা পদক’ দিচ্ছে এবং এ পদক দেয়া অব্যাহত থাকবে।

মেয়র বলেন, ভবিষতে রাজশাহী সিটি করপোরেশন উন্নতমানের সিটি মডেল স্কুল স্থাপন করবে বলে। গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটির ভিশন বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহবান জানান মেয়র।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে দুপুরের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দিপকেন্দ্র নাথ দাস।

বিকেলের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী ও রাজশাহী শিক্ষাবোর্ডর চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।

সকালের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২ হাজার ৪৯ জন এবং বিকালের অনুষ্ঠানে ১ হাজার ৭৩৭ জনসহ মোট মোট ৩ হাজার ৭৮৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে পদক ও একটি করে নিম গাছের চারা প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া রাসিকের এই কর্মসূচি আগামী ২০ মে পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার চলবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031