র‌্যাব হাজার বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে রাজশাহীতে । শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট বাইপাস এলাকার একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার ফোয়ারপুর গ্রামের রমজান আলী এবং একই উপজেলার আমতলী হঠাৎপাড়া গ্রামের আরিফ হোসেন ও আলাল উদ্দিন।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক কেবিএম মোবাশ্বের রহিমের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। পরে রাতে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে ছন্দা ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পে রাখা ট্রাকে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ট্রাক থেকে ৯৭৪ পিস ফেনসিডিল ও ২২ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে ট্রাকে থাকা এই তিন ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১২০ টাকা, ছয়টি মোবাইল সেট ও আটটি সিমকার্ড জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031