13867078_1819862681576520_504353792_n

 চট্টগ্রাম : ৩ জন গুলিবিদ্ধ চট্টগ্রাম কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়ার  ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে ।

গুলিবিদ্ধরা হলেন-জীবন(২২),বাপ্পী(২২),ইমাম হোসেন(২২)।তারা সবাই ছাত্রলীগের  কর্মী বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া।

রোববার(৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর কলেজের মূল গেইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার।

তিনি সিটিজি নিউজ ডটকমকে জানান,রোববার দুপুরের দিকে ছাত্রলীগের দুইটি গ্রুপ কি নিয়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুলিশকে খরব দিয়েছি। নিরাপত্তার সার্থে কলেজের মূলফটক বন্ধ রাখা হয়েছে বলে জানান অধ্যক্ষ জেসমিন আক্তার।

তবে কলেজের সব ধরণের কার্যক্রম ক্লাশ চালু আছে বলেও জানান তিনি।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার(এসি) কাজী মো. আব্দুর রহিম সিটিজি নিউজ ডটকমকে জানান,চট্টগ্রাম কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন নিয়ে ছাত্রলীগের দুটি গ্রুপ মাহমুদল করিম ও সুভাষ মল্লিক সবুজের কর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান,বেলা ১টার দিকে কলেজে এসে জানা গেছে ছাত্রলীগ নেতা সুভাষ গ্রুপ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করতে চাইলে তাদের বাধাঁ প্রধান করে মাহমুদুল করিম গ্রুপ। তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ এসে মূলফটক বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ছাত্রলীগের দুই গ্রুপের গুলি বিনিময়ের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বর্তপুমানে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে বলে জানিয়েছেন পুলিশ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031