পুলিশ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে ২ হাজার ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে। গত ১২ ডিসেম্বর রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ নয়াখালের মুখ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও আটক করতে সক্ষম হয় পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেনের নির্দেশে পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুল জলিলের নেতৃত্বে এসআই আনছারুল হক, এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক দশটার সময় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ শাহজাহান (৪৬) ঢাকা মহানগরের কদমতলী থানার দনিয়া এলাকার মোহাম্মদ কামাল হোসেন (৪০), মেহেরপুর জেলার গাংনী থানার নওদা মটমুড়া এলাকার মোঃ ওয়াজ উদ্দিনের পুত্র মোঃ ইলিয়াছ উদ্দিন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন বলেন, ধৃতরা ইয়াবা ট্যাবেলট পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে রাজধানীসহ সারা দেশে করে আসছে। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ০৯, তারিখ- ১২/১২/২০১৬ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২১ মামলা দায়ের করা হইয়াছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031