আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ মীরসরাইয়ে । গত রোববার দিবাগত রাতে এ অভিযানে ৭টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে মোটরসাইকেল চুরির একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে রবিবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় নিজাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন রুবেলকে। এরপর তার দেয়া তথ্য মতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘোরিয়ো টোলা, ফেনী সদরের লেমুয়া, নোয়াখালী ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তার তিন সহযোগী মো. বাবু (আটক), আব্দুল্লাহ আল নোমান ও গেরেজ মালিক ঈসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মীরসরাই থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার জানান, সোমবার (গতকাল) রুবেলসহ তিনজনকে আদালতে হাজির করা হয়েছে। আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গত কিছুদিন যাবত আমরা মোটর বাইক চুরির কিছু অভিযোগ পেয়েছি। তারই নীরিখে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৭টি মোটর বাইক উদ্ধার করা হয়। মোটরবাইকগুলো কাগজপত্র পর্যালোচনা করে মালিকদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বেশ অভিনব কায়দায় রুবেল ও তার সিন্ডিকেট চট্টগ্রামের মীরসরাই-সীতাকুণ্ড, নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা এবং ফেনীর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরি করে তা গেরেজ মালিক ঈসমাইলের কাছে বিক্রি করে দিতো। ঈসমাইল তা দেশের বিভিন্ন জেলায় সরবারহ করতো ওসি আরো বলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031