১২ বছর পেরিয়ে গেছে এশিয়ায় সুনামির । ওই সুনামিতে নিহত কমপক্ষে ৪০০ মানুষের মৃতদেহ এখনও রয়েছে থাইল্যান্ডে। এ মৃতদেহগুলো সনাক্ত করা হয় নি আজও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ২০০৪ সালের ২ শে ডিসেম্বর ৯.১৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এশিয়ার বিভিন্ন দেশে। এতে সৃষ্টি হয় সুনামি। এতে মারা যান কমপক্ষে দুই লাখ ২৬ হাজার মানুষ। প্রাকৃতিক দুর্যোগের এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনার অন্যতম। ওইদিন ভারত মহাসাগরজুড়ে দেখা দিয়েছিল সুনামি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত ও শ্রীলংকা। শুধু থাইল্যান্ডেই মারা যান প্রায় ৫ হাজার ৩৯৫ জন মানুষ। এর মধ্যে প্রায় দুই হাজার বিদেশী পর্যটক। নিহতদের কমপক্ষে ৪০০ মৃতদেহ এখনও থাইল্যান্ডে। তা সনাক্ত করা যায় নি। এ কথা বলেছে থাইল্যান্ডের পুলিশ। দেশটির ফাং নগা প্রদেশের তাকুয়া পা জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট আনন্দ বুনকারকায়েউ বলেছেন, ২০০৪ সালের সুনামির পর কর্তৃপক্ষ চার থেকে পাঁচ হাজার আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তাদেরকে বলা হয়েছে থাইল্যান্ডে এসে মৃতদেহ নিয়ে যেতে। এখনও আমাদের কাছে ৪০০ মৃতদেহ আছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
