জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ৪২টি মামলা দিয়েছিলেন বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন । আর মামলার রায় মেনেও নিয়েছেন তিনি।
আজ শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা এলাকায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ।
খালেদা জিয়ার রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রায় মেনে নিতে হবে। আমার বেলাতেও বেগম জিয়া অনেক মামলা দিয়েছিলেন। ৪২টি মামলা দিয়েছিলেন। অনেক রায় হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছি।
এইচ এম এরশাদ বলেন, ‘আমার স্ত্রী, পুত্রকে জেলে দেয়া হয়েছিল।
আমার সমস্ত নেতাকে জেলে দেয়া হয়েছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি নির্বাচন করেছে জেলখানার মধ্যে থেকে।’
সাবেক এ প্রেসিডেন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, সহায়ক সরকার বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধানে যেটা লেখা আছে, সে সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা আমি বিশ্বাস করি।
