বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথারিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ “ভ্রাম্যমাণ মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিতরণ” করেছে চট্টগ্রাম পাহাড়তলী ।

রোববার (২৩ জুলাই) আন্তর্জাতিক পাবলিক সার্ভিস- ২০১৭ উপলক্ষে ৪৪ জনকে ‘অন দ্যা স্পট’ রেজিস্ট্রেশন প্রদাণ করেন।

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস -২০১৭ উপলক্ষে জনসেবা কে জনগণের নিকট সহজলভ্য, জনবান্ধব, সাশ্রয়ী ও স্বল্পসময়ে প্রদান করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিআরটিএ’র এই উদ্যোগ।

লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিনুর রশীদ।

আরও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ,সহকারী পরিচালক কে.এম মাহবুব কবীর, মেট্রো সার্কেল-১, সহকারী পরিচালক তৌহিদুল হোসেন।

লাইসেন্স বিতরণ চলাকালীন সময়ে সেবাপ্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলা প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধানে ইজঞঅ,চট্টগ্রাম কর্তৃক ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন বিতরণ কার্যক্রম নিয়মিত করার জন্য অনেক সেবাপ্রার্থী অনুভূতি ব্যক্ত করেন।

স্বল্প সময়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিতরণে উপস্থিত প্রধান অতিথি সেবাপ্রার্থীদের মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ তে বর্ণিত আচরণমালা ও আইন মেনে চলতে আহ্বান জানান। এছাড়া তিনি নিরাপদ সড়ক ও পরিবহণ ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031