যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ২১ আগস্ট বোমা হামলা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের একটি বক্তব্য প্রত্যাহারের জন্য তাকে  ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।  তা  না হলে যুবলীগ তাকে সারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভী রহমানের ১৩তম শাহাদত বার্ষিকীতে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারির কথা জানান যুবলীগ চেয়ারম্যান।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বোমা হামলায় গুরুতর আহত হন মহিলা লীগের সভানেত্রী আইভী রহমান। পরে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই হামলায় আরো ২১ জন নিহত হয়, আহত হয় শতাধিক।

গত ২০ আগস্ট ড. মোশাররফ হোসেন এক টিভি চ্যানেলে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল নিছক দুর্ঘটনা। এ ঘটনা নিয়ে আলোচনার কিছু নেই।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওমর ফারুক চৌধুরী বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম জঘন্য রাজনৈতিক সন্ত্রাস। একটি রাজনৈতিক দলের সমাবেশের ওপর এ রকম নৃশংস হামলা কেবল নজিরবিহীন নয়, পৈশাচিকও বটে। কিন্তু বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা নিছক দুর্ঘটনা। এই নিয়ে এত কান্নাকাটি করার কিছু নাই।’

খন্দকার মোশাররফ হোসেনকে একজন ভাড়াটে খুনি ও ইতর শ্রেণির রাজনীতিবিদ হিসেবে উল্লেখ ওমর ফারুক বলেন, ‘তিনি শিক্ষকতার আড়ালে ছাত্রদলের সন্ত্রাসীদের লালন করতেন, পৃষ্ঠপোষকতা দিতেন। তার মদদেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মিছিলে হামলার মতো কুৎসিত নোংরা ঘটনা ঘটানো হয়েছিল। তার দল বাংলাদেশে হত্যা, সন্ত্রাসের রাজনীতির ধারক-বাহক। ষড়যন্ত্র, হত্যা, নৃশংসতাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ড. মোশাররফের মতো ঘৃণ্য সন্ত্রাসের মদদদাতা রাজনীতিবিদরাই এ ধরনের মন্তব্য করতে পারেন।’

বিএনপি নেতা মোশাররফকে তার বক্তব্য প্রত্যাহারে ৪৮ ঘণ্টার সময় দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘তাকে (মোশাররফ) বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় যুবলীগ তাকে সারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ড. সাজ্জাদ হায়দার লিটন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031