মাগুরা: সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সদর উপজেলার মঘি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ আহত হয়েছেন। এ সময় ১৫ টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করে লুটপাট হয়।

বুধবার সকালে মহিষাডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ৪ পুলিশ সদস্যসহ তারা বিবি (৬৫), শাহারুল ইসলাম (৩৫), বাচ্চু (২২), হারুন (৪০), মেঘনা (৫০) নামের ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সদর হাসপাতালে ভর্তি মহিষাডাঙ্গার শাহরুল ইসলাম, তারা বিবিসহ অন্যরা জানান, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মঘি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত আলী মঘি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। জয় পরাজয় নিয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমানের সমর্থকদের উত্তেজনা চলছিল। এরই এক পর্যায়ে বুধবার সকালে উভয় পক্ষ এ সংঘর্ষে জড়িয়ে  পড়ে। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে সদর থানার এস আই মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য আবুল কালাম, ইব্রাহিম আলী, মেহেদী হাসান আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়লে দুই জন বুলেট বিদ্ধ হওয়াসহ প্রায় ৩০জন গ্রামবাসী আহত হন।

মঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পান খেয়ে পিক ফেলার ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে নির্বাচন ইস্যু জেগে ওঠে। পরে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড বুলেট ছুড়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। – See more at: http://www.dhakatimes24.com/2016/04/27/110863#sthash.IGmdbZ48.dpuf

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031