ডিবি পুলিশ গাজীপুরের একটি কটেজের পরিত্যাক্ত বিল্ডিং থেকে ৪ হরকাতুল জিহাদ (হুজি) সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো- জয়দেবপুরের খাইরুল ইসলাম, ময়মনসিংহের গোলাম কিবরিয়া খান, টাঙ্গাইলের আমিনুল হক ও শহিদুল্লাহ। তাদের কাছ থেকে ১৪টি পেট্রল বোমা, ৪টি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম জানান, আটককৃতদের একজন জিহাদের মাধ্যমে শহীদ হবার জন্য আরাকান গিয়েছিল। আটক চারজনের দুজনই প্রকৌশলী এবং তারা আইইউটির সাবেক ছাত্র। তারা সবাই হরকাতুল জিহাদ (হুজি) সদস্য। কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করে জিহাদের পথে নিয়ে যায়। গাজীপুরে নাশকতা ও ত্রাস সৃস্টির উদ্দেশ্যে আস্তানা গেড়েছিল তারা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
