পাওনা ৫০০ টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে রাজধানীর আদাবরে । হত্যার শিকার ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম বাছির তালুকদার। তিনি আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প এলাকার একটি ম্যাচে থাকতেন। পাওনা ৫০০ টাকা না দিতে চাইলে আজ সকালে তাকে তার সঙ্গে থাকা মেসের আরেক সদস্য আলমগীর হত্যা করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আদাবর পুলিশ জানিয়েছে, নিহত বাছির ও আলমগীর দীর্ঘদিন ধরে একই মেসে থাকতেন।
আলমগীর ও তার বাবা দুজনইে ভাঙারির ব্যবসা করতেন। তাদের সঙ্গে বাছিরের ঘনিষ্টতা ছিল। সেই সুবাদেই বাছির আলমগীরের বাবার কাছ থেকে ২ হাজার টাকা ধার নিয়েছিলেন। সকালে বাছিরের কাছে আলমগীর ৫০০ টাকা চায়। কিন্তু বাছির টাকা দিতে অপারগতা দেখায়। এতে করে আলমগীর বাছিরের উপর ক্ষুব্ধ হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ আলমগীর বাছিরকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যান বাছির।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আলমগীর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
