বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা ইশরাত রেজা।
নগরীর কদমতলী এলাকায় চুক্তি ভঙ্গ করায় ফোর স্টার নামে সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের দুইতলা একটি ভবন উচ্ছেত করা হয়েছে।
এতে প্রায় ৫০ লাখ টাকার ভূমি উদ্ধার করা হয়েছে বলে রেলওয়ে বিভাগীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে।
নগরীর কদমতলী এলাকায় রেল থেকে লিজ নেওয়া জায়গায় গড়ে ওঠা ফোর স্টার সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চুক্তিভঙ্গ করে এক শতক জায়গায় দুইতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছিল।
ইশরাত জাহান সিটিজিনিউজকে বলেন, রেল থেকে লিজ নেওয়া জায়গায় ফোর স্টার নামে একটি সিএনজি গ্যাস ফিলিং স্টেশন নির্মাণ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ রেলের অতিরিক্ত ১ শতাংশ জায়গা দখল করে একটি দুইতলা ভবন নির্মাণ করে। অবৈধভাবে ভবন গড়ে তোলায় চুক্তি ভঙ্গ করা হয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে ভবনটি ভেঙ্গে ফেলা হয়।
