মালয়েশিয়া কর্তৃপক্ষ ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ৫১৫ বাংলাদেশীকে আটক করেছে । স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত পর্যন্ত ই-কার্ড রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল। এরপর প্রথম দিনেই অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে আটক অভিযান শুরু হয়। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপস মেগা’। এতে ৫১৫ জন বাংলাদেশী সহ ১০৩৫ জন বিদেশী শ্রমিক ও স্থানীয় ১৬ জন চাকরিদাতাকে আটক করা হয়েছে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন নিউ স্ট্রেইট টাইমস। এতে বলা হয়, ই-কার্ড রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যাওয়ার পর সারা মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিবাসন ডিপার্টমেন্টের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, আটকের যে সংখ্যা প্রকাশ করেছে অভিবাসন ডিপার্টমেন্ট তা স্থানীয় সময় শনিবার দুপুর ১টা পর্যন্ত আটক ব্যক্তিদের হিসাব। শুক্রবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরেই দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান চালানো হয়। মুস্তাফার আলী বলেন, ১৫৫টি স্থাপনায় ৩৩৯৩ জন ব্যক্তিকে যাচাই করে দেখা হয়েছে। তাদের মাঝ থেকে উল্লেখিত সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী। তাদের সংখ্যা ৫১৫। ইন্দোনেশিয়ার ১৩৫ জন। বাকি ২২৬ জন বিভিন্ন দেশের। মালয়েশিয়ায় ই-কার্ড রেজিস্ট্রেশন শুরু হয় ১৫ই ফেব্রুয়ারি। তবে এর সময়সীমা আর বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুস্তাফার আলী। ওদিকে মারাং এলাকায় বিনজাই রেন্দাহ এবং বাতু বুরোকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৩৬ বিদেশীকে। এর  মধ্যে একটি দম্পতিও রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন ডিপার্টমেন্ট তাদের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আজলিনাওয়াতি মোহাম্মদ জুলবি বলেছেন, যাদেরকে আটক করা হয়েছে তারা যথাযথ বৈধ পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারে নি। অথবা তারা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছেন। অথবা অবৈধ উপায়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তিনি আরো বলেছেন, ৩০ শে জুন মধ্য রাত পর্যন্ত ই-কার্ডের জন্য আবেদন করেছেন মোট ১৮৩৬ জন বিদেশী ও ৪১৬ টি নিয়োগকারী প্রতিষ্ঠান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031