৫২ জন নিহত হয়েছে কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার একটি যাত্রাবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় । গন্তব্যস্থলে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে গেলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপির।
আগুন লাগার বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৫ জন যাত্রী ও দুজন চালক ছিল। এতে পাঁচজন প্রাণে বেঁচে গেলেও বাকি সকলে প্রাণ হারায়। প্রাণে বেঁচে যাওয়া দগ্ধ পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, বাসটি উজবেকিস্তানের নাগরিকদের নিয়ে সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।
