পুলিশ ৫৭ হাজার নকল টাকার নোটসহ বিবি আছমা নদী (২৫) ও ফাতেমা বেগম (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই লক্ষীপুরের বাসিন্দা।
আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর সিটিজিনিউজকে জানান, রোববার রাতে নগরীর সিটি গেট এলাকায় তরুণী নদী পুলিশের তল্লাশির মুখে পড়ে। এময় তার কাছ থেকে এক হাজার টাকার নোটের সমপরিমাণ ৪০টি জাল নোট উদ্ধার করা হয়।
পরে নদীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য মতে ডবলমুরিং থানার আগ্রবাদ সিডিএ আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে একটি বাসায় তল্লাশি চালানো হলে সেখান থেকে আরও ১৭ হাজার টাকার মূল্যের একহাজার টাকার নোট উদ্ধার করা হয়। এসময় ফাতেমাকেও গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
