বিজিবি ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি ও শিকারপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে ৫৬টি (৫ কেজি ৮শ) গ্রাম ওজনের সোনার বারসহ দুই সোনা চোরাকারবারিকে আটক করেছে ।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান. বিপুল পরিমাণ সোনার চালান নিয়ে একটি পাচারকারী দল ভারতে যাচ্ছে, এমন সংবাদে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এসময় আ. রাজ্জাক নামে এক হোমিও চিকিৎসককে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ৪শ গ্রাম ওজনের ২৪টি বার জব্দ করা হয়। জব্দ সোনার বাজার মূল্য ৯৮ লাখ ৮১ হাজার টাকা।
অপর দিকে বিজিবি সদস্যরা বেনাপোল পোর্ট থানার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে থেকে ৩ কেজি ৪শ গ্রাম ওজনের সোনার বারসহ মিঠু তরফদার নামে এক ভারতীয় নাগরিককে আটক করে।
আটক মিঠু তরফদার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের হযরত তরফদারের ছেলে।
জব্দ এসব সোনার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
