ভারত-পাকিস্তান সীমান্ত ফের উত্তপ্ত। আজ বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি সেনা।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টর এবং রাজৌরির নাউসেরা সেক্টরে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ শুরু করেছিল। তাতে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন দুই সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র সদস্য। এরপরই ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। ভিমবার সেক্টর এবং বট্টল সেক্টর থেকে নিয়ন্ত্রণরেখার ওপারে অবস্থিত পাকিস্তান চৌকিগুলি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে ভারতীয় সেনারা। এতে পাঁচ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
ভারতীয় বাহিনীর গোলাবর্ষণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিং-কে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে, কেন ভারত বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করল? ভারত অবশ্য জানিয়েছে, পাকিস্তানই আগে গুলি চালিয়েছে, ভারত তার জবাব দিয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
