৫ ফুট দীর্ঘ একটি কুমির দীর্ঘ ৩০ বছর পর নাটোরের লালপুরের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে । বুধবার সকালে স্থানীয় এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। দীর্ঘদিন পর কুমির ধরা পড়ায় কুমিরটি দেখতে ভিড় করেছে এলাকার শত শত মানুষ। বর্তমানে কুমিরটিকে স্থানীয় একটি পুকুরে ছেড়ে দেয়া হয়েছে। বনবিভাগের পরামর্শ নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
এলাকাবাসীরা জানায়, বুধবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় নাগশোষ গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল সরদার। এসময় তার জালে আটকা পড়ে ৫ ফুট দীর্ঘ একটি কুমির। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
এলাকাবাসীরা আরো জানান, এই বছর ফারাক্কার গেট খুলে দেওয়ার কারনে দীর্ঘ দিন পর পদ্মা নদীতে পানি আসে। ধারণা করা হচ্ছে, ¯্রােতের কারণে কোথাও থেকে কুমিরটি ভেসে এসে জেলেদের জালে ধরা পড়েছে। স্থানীয় জনতা উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে রেখে দিয়েছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আবু তাহির, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ সহ অন্যান্যরা ঘটনাস্থল পরির্দশন করে। কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে, স্থানীয় জনতা উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে রাখে। উর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031