অস্ত্রটি উদ্ধার করে বৃহস্পতিবার (২৭ জুলাই) পাঁচলাইশ থানা পুলিশ বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে । এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আসাদুল ইসলাম বাবুল (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫ মাস আগে খুলশী থানায় কর্মরত এসআই মো. হাছান আলীর নামে ইস্যুকৃত পিস্তলটি (৭ দশমিক ৬২ এমএম) ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ বাসা থেকে চুরি হয়। দুই নম্বর গেইট আলফালাহ গলির বাসার দরজা ভেঙে চোররা অন্যান্য মালামালের সঙ্গে পিস্তলটি পিস্তলটিও চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হাছান আলী খুলশী থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার চুরি হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন কুঞ্জছায়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার ৩ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। এসময় ওই বাসায় থাকা আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত তালা ভাঙা ও গ্রিল কাটার বিভিন্ন যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়।
