গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষকে দিতেই হবে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে বাকি ৪৫ লাখ টাকা । তবে ৪৫ লাখ টাকা একসঙ্গে না দিয়ে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে পরিশোধ করতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই টাকা প্রতি মাসের সাত তারিখের মধ্যে পরিশোধ করে সে বিষয়ে ওই মাসের ১৫ তারিখ আদালতকে তা জানাতে হবে।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
