মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমানসহ ছয় জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে জেলা শহরের দোহারপাড় এলাকায় আল আমিন ট্রাস্ট কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ইলিয়াস হোসেন জানান, জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে বৈঠক করার সময় বিকাল ৪টার দিকে তাদের আটক করা হয়। বৈঠকে প্রায় ৩০ জন জামায়াত কর্মী উপস্থিত ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ছয়জনকে পুলিশ আটক করে। আটকদের মধ্যে শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ছাড়া অন্য পাঁচজন হচ্ছেন রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইখতিয়ার উদ্দিন, সোলাইমান হোসেন ও মশিউর রহমান। তারা মাগুরার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী।
