পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ কাউন্সিলরসহ বিএনপি জামায়াতের নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার বন্দর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

মামলার আসামিরা হচ্ছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন ভূইয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, বন্দর শহর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক ও দেওয়ানবাগ এলাকার মাজহারুল ইসলাম হিরন, বন্দর থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী শাহেন শাহ, জামায়াত নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি সোহেল খান বাবু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বন্দর থানা ছাত্রদল নেতা মহিউদ্দিন শিশির, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ইকবাল হোসেন, বিএনপি নেতা মো. শাহিন, মো. আলী ওরফে ব্যাংকার, মাহাবুব, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, আনিস, খোকন, আমান সরদার, জনী, মহসিন হোসেন, ও আক্তার হোসেন, নাজমুল হক রানা, শাকিল, সৌরভ, সেলিম, ইমাম উদ্দিন তোহা, মিন্টু, কাজী বাদল, পনির হোসেন ভূইয়া, কাজী সোহাগ, আমিন, হুমায়ন, মোস্তাক, সাইদুর রহমান, নেসার উদ্দিন, কালা মনির, জামায়াত নেতা কাজী মামুন, পিংকি, বালু মনির, গ্যাস কাউছার, মহিউদ্দিন সাউদ, আলমগীর।

পুলিশের করা এ মামলার অভিযোগ বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে গতকাল ভোরে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে সড়কে রাস্তায় গাছ ফেলে রেখে অরাজকতা সৃষ্টি করা হয়। পুলিশ রাস্তার গাছ সরানোর কথা বললে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031