পুলিশ নাশকতার পরিকল্পনাকালে ইসলামী ছাত্রশিবিরের ৬ কর্মীকে আটক করেছে রাজশাহীতে । সোমবার বিকালে জেলার পবা উপজেলার নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বায়া এলাকার শাহাদাত হোসেন, বসন্তপুর গ্রামের খালেদ হাসান, শ্রীপুর গ্রামের মারুফ মোর্তজা, বড়গাছি গ্রামের মো. আবদুল্লাহ, মাধবপুর গ্রামের মামুন আলী ও মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামের সবুজ আহমেদ। আটকরা সবাই শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পবা থানার পরিদর্শক হাসমত আলী বলেন, বিকালে ৩০-৪০ জন জামায়াত-বিএনপি ও শিবিরের কর্মী নওহাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের ভেতরে গোপনে মিটিং করছিলেন। পুলিশ এ ব্যাপারে জানতে পেরে অভিযান চালায়। এ সময় এই ৬ জন ছাড়া বাকি সবাই প্রাচীর টপকে পালিয়ে যান।
হাসমত আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে তারা নাশকতার জন্য পরিকল্পনা করছিল। তাই সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
