ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি, জাল নোট চক্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ৭৯ সদস্যকে গ্রেপ্তার করেছে । গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিবচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গতরাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি, জাল নোট চক্র ও মাদক ব্যবস্যার সাথে জড়িত সর্বমোট ৭৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এদের মধ্যে অজ্ঞান পার্টির ৫৭ জন, জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জামসহ ৮ জন, মাদকসহ ৬ জন এবং ছিনতাইকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থকে ৫৫৩টি চেতনানাশক ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়। এছাড়াও জাল নোট চক্রের কাছ থেকে ৭৫ লক্ষ জাল, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, কাগজ, স্কিন বোর্ড ও জাল টাকায় ব্যবহৃত ফয়েল পেপার, মাদক ব্যবসায়ী চক্রের কাছ থেকে ৫১ হাজার ১শত ৬৫ পিস ইয়াবা এবং ছিনতাইকারী চক্রের কাছ থেকে ৮ লক্ষ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
