
র্যাব-৭ নগরীর পতেঙ্গায় গভীর সমুদ্র এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ফিশিং ট্রলারসহ ৭ জনকে আটক করেছে।
বুধবার (৫ অক্টোবর)রাত ১১ টার দিকে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন-মোঃ আব্দুল হামিদ ওরফে আব্দুল্লাহ (২৪),সনসু আলম (৩০), মোঃ আলতাছ (৪৮), মোঃ বদি আলম (৫২), মোঃ জসিম উদ্দিন (২১), আকতার কামাল (৩৬), মোঃ নাছির (৩৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা গভীর সমুদ্র এলাকা থেকে “খাজা আজমীর-২” নামে একটি ফিশিং ট্রলার আটক করা হয়েছে।যাতে তল্লাসি করে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়,উক্ত ইয়াবার মালিক আনোয়ারা থানা এলাকার মোঃ আব্দুল মালেক (৩৫) ও মোঃ আব্দুল খালেক (৩৮)নামের দুই ভাই এবং একই থানার মোঃ আনোয়ার হোসেন (৪৫)।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন।
