পুলিশ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কের গণপরিবহণে যাত্রীবেশি ভয়ংকর নারী চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে । শুক্রবার রাতে নগরীর নিউ মার্কেট ও সীতাকুন্ডের ফকির হাট ইমাম নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেপ্তারকৃতরা – মোছাম্মৎ রাহেলা (৪০), আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২), সাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)। তারা পর¯পরের স্বজন এবং তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। ওসি মহসিন বলেন, ওরা যাত্রীবেশি ভয়ংকর নারী চোর চক্রের সদস্য। নগরীর বিভিন্ন সড়কে ওরা গণপিরবহনের বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে চুরি করে বলে জিহজ্ঞাসাবাদে তথ্য দেয়।
ওসি মহসিন জানান, শুক্রবার রাতে নগরীর নিউমার্কেট এলাকায় একটি বাসে যাত্রীবেশে উঠেন রাহেলা। ওই বাসে রুমু নামের একজন নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন নিয়ে পালানোর সময় রাহেলা হাতেনাতে ধরা পড়েন।
তিনি বলেন, সীতাকুন্ডের ইমাম নগরে যে বাসায় তারা বসবাস করে আসছিল সেখান থেকে ছিনতাই করা স্বর্ণের চেইনটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় চুরির মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে চট্টগ্রাম আদালত জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
