৮ সেনা নিহত হয়েছেন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় । গতকাল বৃহস্পতিবার এক ঘটনায় সাতজন, আরেক ঘটনায় এক সেনা নিহত হন বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন। সামরিক হেলিকপ্টারে করে তাদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়েছে।
এদিকে, আইএসপিআরের সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার জানানো হয়- চলতি বছরের প্রথম ৩ মাসে ৯৭ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ আটজন নিয়ে এ সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে।
