রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিহত যুবক ছাড়াও অজ্ঞাত আরো একজনকে আসামি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে খিলগাঁও থানায় মামলাটি করেছেন র্যাব-৩ এর উপ সহকারী (ডিএডি) কাজী হাসানুজ্জামান। মামলা নং ৪১। খিলগাঁও থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ওইদিন ভোরে শেখের জায়গা নামে একটি এলাকায় র্যাব-৩ এর বসানো চেকপোস্টে র্যাব সদস্যদের সিগন্যাল অমান্য করে ওই এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই যুবক নিহত হন। পরে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে ব্রিফিং করে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানান। নিহত যুবকের কাছ থেকে দুটি বোমা উদ্ধারের কথাও জানান তারা।
