বাংলার মহাবীর মসনদ-ই- আলা ঈশা খানের ৪১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে বেলা ১১টায় আলোচনাসভা ও বাদ জোহর জঙ্গলবাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি বিশিষ্ট সংগঠক রেজাউল হাবীব রেজা ও সাধারণ সম্পাদক লেখক ও গবেষক আমিনুল হক সাদী সবার উপস্থিতি কামনা করেছেন।

১৫৩৬ মতান্তরে ১৫৩৭ সালের ১৮ অক্টোবর মতান্তরে ২৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন ঈশা খান। প্রথমে সরাইলে পরবর্তী সময়ে সোনারগাঁওয়ে রাজধানী স্থাপন করে বাংলা শাসক করেন এই বীর। পরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়িতে বৃহত্তর ভাটি রাজ্যের রাজধানী স্থাপন করেন। ৬২ বছরের মধ্যে ৩৬টি বছরই মোঘলদের সঙ্গে অবিরাম যুদ্ধের ফলে জীবনের উচ্ছলতায় ভাটা পড়ে যায় মহাবীর ঈশা খাঁনের। ১৫৯৯ সালের দিকে ঈশা খান কিছুদিনের বিশ্রামের জন্য সোনারগাঁও থেকে মহেশ্বরদী পরগণা বর্তমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের বক্তারপুর দুর্গের প্রাসাদভাটিতে গমন করেন। সেখানে তিনি অসুস্থ হয়ে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে যান। রাজকীয় চিকিৎসায় অবিরাম চেষ্টা করেও তাকে সুস্থ করে তুলতে ব্যর্থ হন। এই অবস্থায় ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর বৃহত্তর ভাটিবাংলা অধিপতি মসনদ-ই- আলা ঈশা খান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031