সোলায়মান মিয়ার স্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নুশরাত জাহান টুম্পার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। টুম্পার বাবার বাড়ির লোকজনের দাবি তাকে হত্যা করা হয়েছে । আর তার স্বামীর বাড়ির লোকজনের দাবি বিষপানে তার মৃত্যু হয়েছে। নগরের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার নিহত স্ত্রী নুশরাত জাহান টুম্পা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো, নজরুল ইসলামের মেয়ে। ঘটনার পর থেকে কাউন্সিলর সোলায়মানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কাউন্সিলর সোলায়মান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সোলায়মান মিয়া নগরের যে এলাকার ওয়ার্ড কাউন্সিলর সেই এলাকার পুলিশ ক্যাম্প চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ কাউন্সিলরের স্বজনদের উদ্বৃতি দিয়ে জানান, টুম্পা উত্তরায় বিষপানে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর সোলায়মান তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় কয়েক বছর ধরে বসবাস করতেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
