পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহার হওয়া অস্ত্র-অর্থ এসেছে বিদেশ থেকে।
ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ওই অর্থ কে গ্রহণ করেছিল তা জানতে পারলেও অর্থদাতা হিসেবে সুনির্দিষ্টভাবে কাউকে তারা এখনও শনাক্ত করতে পারেননি।
সোমবার ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে তিনি পুলিশের জঙ্গি দমন অভিযানের অগ্রগতির তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থটা বাইরে থেকে এসেছে। কিন্তু সেটি বাংলাদেশের কেউ বিদেশ থেকে পাঠিয়েছেন, না কি বাংলাদেশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছে যাতে ধরা না পড়ে- সেটি এখনও তদন্ত সাপেক্ষ।
এছাড়া মনিরুল ইসলাম বলেন, অর্থ এসেছে হুন্ডির মাধ্যমে। সেই অর্থ যে গ্রহণ করেছে তার পরিচয় পাওয়া গেছে। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
