চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার কাজীবাড়ী এলাকা থেকে অপহৃত হওয়া শিশু মাইনুল ইসলাম মোত্তকীনকে(৬) চকরিয়া ইসলাম নগর থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার(২৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরনকারীকে আটক করা হয় বলে র্যাব-৭ এর মিডিয়া অফিসার চন্দন দেবনাথ জানিয়েছেন।
অপহরণকারী সফর আলম(৩৫)। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর লুটনী কাকরা এলাকার মৃত ফিরোজ আহম্মেদের ছেলে।
র্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,২২ সেপ্টেম্বর ভিকটিমের পরিবারের অভিযোগের মাধ্যমে জানা যায় যে,গত ২১ সেপ্টেম্বর বিকালে ভিকটিম কাজী মো. আলহাজ্ব ইউসুফ চৌধুরীর ছেলে মাইনুল ইসলাম মোত্তাকীন (০৬) নাস্তা আনার জন্য বাইরে গেলে অপহরনকারী কর্তৃক অপহৃত হয়। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল নং-০১৮৬৫০৩১৮৬২ থেকে ফোন করে ০১৮৮১৫৯৬০৬১, ০১৮৭২৫১০১২০, ০১৮৫২৭৩৯৯৬৩ এবং ০১৮৩৩৪৪৫৫৮৬ বিকাশ নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে ।
র্যাব-৭ চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা কার্যক্রম এবং মোবাইল ফোন নাম্বার যাচাই বাছাই করে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহৃত ভিকটিম চকরিয়া থানার ইসলামনগর এলাকায় অবস্থান করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এএসপি মো.শরাফত ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর পুলিশ ও চকরিয়া থানা পুলিশ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী সফর আলমকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু মুত্তাকীনকে উদ্ধার করা হয়।
