জনগণের প্রত্যাশা অনুযায়ী জেলা প্রশাসনকে ঢেলে সাজানো হবে। সরকারের ‘ভিশন’ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। অতীতের ভালো কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো।
চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।
সাংবাদিকরা সমাজের দর্পন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সবাই মিলে চট্টগ্রামকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো।
সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা উপস্থিত ছিলেন।
