র্যাব নগরীর কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোড এলাকার বস্তিতে অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেল, এসএমজিসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাস্তহারা কলোনীতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার চন্দন দেবনাথ অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-২২ রাইফেল, একটি এস এমজি বন্দুক, দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে অস্ত্র উদ্ধার নিয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, বাস্তুহারা কলোনীটি মাদকের আখড়া হিসেবে পরিচিত। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বস্তির দুটি ঘরের লোকজন পালিয়ে যায়।
তিনি জানান, ওই এলাকার একটি সরু রাস্তা ও ড্রেনের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেড এবং সম্প্রতি ঢাকায় জঙ্গিদের কাছে একে-২২ রাইফেল এর সঙ্গে মিল রয়েছে।
চট্টগ্রামের এই বাস্তুহরা কলোনী মাদক ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। এই কলোনিকে মাদকমুক্ত করতে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল।
