টানা পাঁচটি সিরিজের জয়োল্লাসের রেশ কাটতে না কাটতেই আরেকটি সিরিজ জয়ের হাতছানি। ছুটছেই মাশরাফি-সাকিবদের জয়রথ। প্রতিপক্ষ আফগানিস্তান। তাই বলে ছোট করে দেখার কোনো উপায় নেই।

প্রথম ওডিআইতে আফগানদের ভেলকি টাইগারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। তাইতো এবার আফগানিস্তানের সামনে বেশ সতর্কে বাংলাদেশ। ছোট্র একটি উদাহরণ দেয়া যাক, আফগানরা যখন হোটেলে বিশ্রাম করছে। ঠিক তখন মিরপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। তবে কি এটুকু প্রতীয়মান দ্বিতীয় ম্যাচে কোমর বেঁধেই নামছে টিম টাইগার্স!

দলের তারকা খেলোয়াড়দের বাচন ভঙ্গি আর কথাবার্তায়ও এমন সুবাসই মিলছে। যেমন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে পাঁচ চার দুই ছয়ে ৭৪ বলে ৬২ রান করেছিলেন। সে ম্যাচের আবহটা টেনেই দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরতে চান এই তারকা ব্যাটসম্যান।

‘দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই। আশা করছি, আবারও আমরা স্বরূপে ফিরবো’- দেশসেরা অলরাউন্ডার সাকিবের কণ্ঠেও জয়ের বানী।

‘অনেকদিন পর আমার ওয়ানডে ম্যাচ খেলেছি। তাছাড়া প্রথম ম্যাচ একটু কঠিনই হয়। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ভালো কিছুই হবে। আমরা জানি কিভাবে জিততে হয়’- সামনের ম্যাচগুলোতে টাইগারদের খেকে ভয়-ডরহীন ক্রিকেটই প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

‘ঘরোয়া ক্রিকেটে আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বেশ ফারাক। আমরা অনেক দিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলাম। তবে ভাগ্যবান যে দল ঘুরে দাঁড়াতে পেরেছে। পরের ম্যাচে আমাদের ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে’-বলছিলেন সুজন।

এদিকে হাঁটি হাঁটি পা পা করে ক্রিকেট বিশ্বের সমীহ জাগানিয়া দলের আসনটা অলংকৃত করল বাংলাদেশ। দীর্ঘ ৩৯ বছরের পথচলায় অসংখ্য প্রাপ্তি আর প্রত্যাশার পাতাটা খুব বেশি না হলেও উল্লেখ করার মতোই। এবার তেমনি একটি মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

একদিনের ক্রিকেটে অদ্যাবধি ৩১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় পেয়েছে ৯৯টি। তাই আজ জিতলেই শত ম্যাচ জয়ের খেতাব পকেটে পুরবে হাতুরুসিংহের ছাত্ররা। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। সাক্ষ্য দেবে এবার পরিসংখ্যানও।

তিন ফরমেটে মাশরাফির কাঁধে চড়ে এরই মধ্যে ৩১ তম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এমনভাবে চলতে থাকলে কোথায় গিয়ে পৌঁছবে বাংলাদেশ ক্রিকেট। ভাবতে হবে প্রতিপক্ষ দলকেও। তাছাড়া মাশরাফিদের জয়যাত্রা থামাবেই কারা?

তবে কোমর বেঁধে নামুক আর না-ই নামুক মাশরাফিদের কাছে ভক্তদের আশা কেবলই জয়। দলনেতা মাশরাফির নেতৃত্বে ফের জয়ের হাসি হাসবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের চোখ রাঙানির দাঁতভাঙা জবাব দেবে টাইগাররা। এমন প্রত্যাশা লাল-সবুজের সমর্থকদেরও।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031