উপজেলা স্বেচ্ছা সেবকলীগের একাংশের সভাপতি বোয়ালখালীতে দেলোয়ার নামের এক পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়েছেন ।
এ ঘটনায় বোয়ালখালী থানায় বুধবার দুপুরে সাধারণ ডায়েরী (জিডি নং ১০৬৮) লিপিবদ্ধ করেছেন ওই কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা দেলোয়ার জানান, ‘গতকাল বুধবার ০১৮৪৩১৮৩৮৪০ নাম্বার থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সাহাদাৎ সায়েম পরিচয় দিয়ে আমার মোবাইল ফোনে দেখে নিবে বলে হুমকি ধমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।
কি করেন জানতে চাইলে, সে নিজেকে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দেয়। পরে ভূমি অফিসে খবর নিলে জানতে পারি সে একজন ভূমি অফিসের দালাল বলে জানতে পারি। এ ঘটনায় নিজের নিরাপত্তা বিবেচনায় থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছি।’
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পেশাগত দায়িত্ব পালনে হুমকি ধমকি আসলে সাধারণ ডায়েরী করা হয়। এ ব্যাপারে তিনি বলেন, আবু সাহাদাৎ সায়েমের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ২৫ সেপ্টেম্বর অভিযানে যায় পুলিশ। এতে সে ক্ষিপ্ত হয়ে এ হুমকি দিয়েছে বলে ধারণা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ নেয়া হবে।
আবু সাহাদাৎ সায়েম নাম্বারে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
