স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সীমানা নির্ধারণের পর জেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হবে। সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন। স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের সীমানা নির্ধারণের কাজ করছে। সরকার প্রজ্ঞাপন দিয়ে সীমানা নির্ধারণ করলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশোধন করে প্রণীত অধ্যাদেশে নির্বাচন পরিচালনা বিধিমালা প্রনয়ণের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ায় বিধি প্রণয়নের কাজ চলমান রয়েছে। দেশে ৬১ জেলা পরিষদের পদ সংখ্যা এক হাজার ২৮১টি। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ’র প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ২রা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এই জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভূতপূর্ব দাশিয়ারছড়া ছিটমহল এলাকা হতে একযোগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশব্যাপী নিবন্ধিত সকল নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031