তিন জন আহত হয়েছেন হংকংয়ের ইয়া মা তেই জেলায় এক ব্যক্তির ওপর ছুরি হামলা ঠেকাতে রবিবার পুলিশের গুলিবর্ষণের পর । পুলিশ জানায়, আহতদের মধ্যে দুই জন হল হামলাকারী এবং অন্যজন হল যার ওপর ছুরি হামলা করা হয়েছিল সেই ব্যক্তি। তারা তিন জনই ‘দক্ষিণ এশীয়’ বংশোদ্ভূত।
পুলিশ কর্মকর্তা মা ওয়াই-হিং সাংবাদিকদের বলেন, পাঁচ থেকে ছয় জন লোক এক ব্যক্তিকে আক্রমণ করেন। হামলাকারীদের কয়েকজনের হাতে ছুরি ছিল। হামলার ব্যাপারে আর কোন তথ্য জানানো হয়নি। তিনি বলেন, মৌখিক সতর্কতা উপেক্ষা করা হলে হামলাকারীদের ওপর চারটি গুলি ছোঁড়া হয়।
এতে দুই জন গুলিবিদ্ধ হন। তাদেরকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া যার ওপর হামলা চালানো হয় সেও আহত হয়েছে। তবে তাদের তিন জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। চীনা ভাষার পত্রিকা অ্যাপল ডেইলির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের পোশাক পরা এক কর্মকর্তা কয়েক জনের দিকে বন্দুক তাক করে রয়েছেন এবং তাদেরকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি গুলি ছুঁড়ছেন। এএফপি।
